বার্তা৭১ ডটকমঃ মা হলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী শায়লা সাবি। শায়লার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।
২৩ সেপ্টেম্বর দুপুর ১টায় নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসে সাবি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর আমার কন্যা সন্তান হইছে। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে [এনআইসিইউ] আছে। সবার দোয়া চাচ্ছি।
ছোট পর্দার অভিনেত্রী সাবি ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর সাব্বির আহমেদকে বিয়ে করেন। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা সাবি।