বার্তা৭১ ডটকমঃ নুসরাত ফারিয়া বাংলাদেশ ও কলকাতার বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন। অনেকদিন নতুন ছবির কাজ করছেন না তিনি। শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ‘শাহেনশাহ’ নামে নতুন একটি ছবিতে কাজ করার কথা থাকলেও এই ছবির নির্মাণ আদৌ হবে কি-না এটা অনিশ্চিত। ইতোমধ্যেই ছবির শুটিং নিয়ে পরিচালক ও প্রযোজকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এ কারণেই ছবিটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
তবে ফারিয়া বলছেন ‘শাহেনশাহ’ ছবির শুটিং হবে। সেটা শিগগিরই। তবে কবে হবে, কখন হবে এটা নিয়ে মুখ খুলেননি এই চিত্রনায়িকা। এরমধ্যেই জানালেন নতুন খবর। তবে সেটাও পরিষ্কার নয়।
এই অভিনেত্রী জানান, কলকাতায় নতুন একটি সিনেমার কাজ করতে পারেন তিনি। ছবির গল্প শোনার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর কলতাকায় যাবেন তিনি। গল্প ও অন্যান্য বিষয়ে কথাবার্তা মিলে গেলেই আবারো কলকাতার ছবিতে নায়িকা হবেন ফারিয়া’।
এ সম্পর্কে নুসরাত ফারিয়া বলেন, ‘গল্প শোনার জন্য কলকাতায় যাবো। সেখানে দুইদিন থাকব। গল্প যদি মনের মতো হয় তাহলে কাজটি করবো’।