বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোন সমবায় সমিতি ব্যাংকিং কার্যক্রম চালাতে পারবে না। এর অমান্য হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত সমবায় সমিতি সংশোধন আইন-২০১২-এর খসড়া আইনে এ কথা বলা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশারফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরো জানেন, সমবায় সমিতির সদস্য নন, এমন কারও কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না বলেও খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটালে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের আদেশ এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।