এ.জেড.এম. আবদুল্লাহ আল মাসুম,বার্তা৭১ ডটকমঃসর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুমোদন হয়েছে। প্রেসিডিয়াম সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৯ আর সাংগঠনিক সম্পাদক ৮।
দলের কার্যকরী কমিটির সদস্য ৭৩ থেকে বেড়ে ৮১-তে উন্নীত করা হয়েছে। বর্তমানে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০। বছরে অন্তত একটি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্রে এ পরিবর্তন আনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।
গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক পরিবর্তিত গঠনতন্ত্রের প্রস্তাব করেন। পরে দলীয় কাউন্সিলদের কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাস হয়। স্থানীয় সরকার দলীয়ভাবে হওয়ার কারণে নির্বাচনে প্রতিনিধি মনোনয়নের জন্য এই বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের নাম হবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। বোর্ডের সদস্য হবেন ১৯ জন। দলের সভাপতি এই বোর্ডের সভাপতি হবেন এবং সদস্য সচিব হবেন দলের সাধারণ সম্পাদক।
‘তৃণমূলের মতামতের ভিত্তিতে এই বোর্ড চূড়ান্ত মনোনয়ন দেবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করে বোর্ডে পাঠাবেন।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা ১৫ থেকে বেড়ে ১৯, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ থেকে বেড়ে ৪, সাংগঠনিক সম্পাদক ৭ থেকে বেড়ে ৮ এবং কার্যনির্বাহী সদস্য আরো দু’জন করে বাড়ানো হয়েছে।
নতুন গঠনতন্ত্রে জাতীয় কমিটির সংখ্যা বাড়ানো হয়েছে। জাতীয় কমিটিতে ১৭০ সদস্য থেকে বাড়িয়ে ১৮০ করা হয়েছে। এছাড়া দলের প্রাথমিক সদস্য ফোরামের চাঁদা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।