বার্তা৭১ ডটকমঃ পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।
শুক্রবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে তেঁতুলিয়া মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আক্কাস আলী এই তথ্য নিশ্চিত করেন।
হতাহতদের মধ্যে সাতমেরা ইউনিয়নের জোত হাসনা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী লাভলী ও ছেলে ইয়াসিনের (৭) পরিচয় পাওয়া গেছে। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী বাসের সঙ্গে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটিতে বিদ্যুতের খুঁটি ছিল। ঘটনাস্থলে ৬জন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান।
পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট, পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।