সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার এবং সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দেয়া এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে পালন করা হবে এই কর্মসূচি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্মসূচি সফল করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসে সাংবাদিকেরা কর্মসূচি স্থগিত করেছিলেন।
১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিজ বাসায় নির্মম হত্যার শিকার হন। শনিবার সকালে ৫ বছরের ছোট্ট শিশু মাহিন সরওয়ার মেঘ বাবা-মায়ের মৃতদেহ দেখতে পায়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রি ৪৮ ঘন্টার মধ্যে খুনিকেগ্রেপ্তারের ঘোষণা দেন। এমনকি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
With due respect for Law, I condemn all killings anywhere,