বার্তা৭১ ডটকমঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূলোৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে।’
আল-কায়েদা সমর্থিত বাংলা সাময়িকী লোন-উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির বিষয়ে রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি যে তিনজন নাগরিক কে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হুমকির বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। ষড়যন্ত্রকারীদের হুমকিতে দেশের মানুষ কখনো ভয় পায় না। কারণ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।’
হুমকি পাওয়া তিন নাগরিকের মধ্যে রয়েছেন- তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। নিরাপত্তা চেয়ে সুলতানা কামাল ও মুনতাসীর মামুন ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মন্ত্রী বলেন, ‘ধর্ম চর্চা যেখানে হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না। হতাশাগ্রস্ত তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। জঙ্গিরা হামলার স্বপ্ন দেখে বাংলাদেশ তাদের চোখের আড়ালে নয়।’
নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগের থেকে দক্ষতা ও সক্ষমতা বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি-ধামকিতে এদেশের জনগণ ভয় পায় না।’
গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’