বার্তা৭১ ডটকমঃ দিনটি ছিল ১৯৯৮ সালের ১৭ মে। মঞ্চ ছিল ত্রিদেশীয় সিরিজের। স্বাগতিক ভারতের সঙ্গে কেনিয়া ও বাংলাদেশ।
ভারতের বিপক্ষে হেরে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দেয়। কেনিয়ার ওই দলে ছিলেন স্টিভ টিকোলো, মারুসি ওডাম্বে, আসিফ সুজি, মার্টিন সুজিরা। ওয়ানডে ক্রিকেটে তারা ছিল যথেষ্ট পরাক্রমশালী। কিন্তু দুর্বার বাংলাদেশের সামনে সেদিন পারেনি আফ্রিকার দেশটি। আকরাম খানের হাত ধরে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
হায়দরাবাদে আগে ব্যাটিং করে ২৩৬ রানে আটকে যায় কেনিয়া। জবাবে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলে মোহাম্মদ রফিক পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
ওই জয়ের পর কত সাফল্য এসেছে বাংলাদেশের ক্রিকেটে। কত ব্যর্থতার, কত দুঃস্বপ্নের গল্পও আছে জড়িয়ে।
কিন্তু সবকিছু যেন ধুয়ে গেল ২১ বছর পর ওই ১৭ মে’তেই। প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়ের ২১ বছর পর একই দিনে বাংলাদেশ জিতল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা। সেটাও ত্রিদেশীয় সিরিজের মঞ্চে। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। ছয়-ছয়টি ফাইনাল হারের পর বাংলাদেশ সাত নম্বর ফাইনালে জিতল স্বপ্নের শিরোপা। শুক্রবার ডাবলিনে বিজয়ের পতাকা উড়িয়েছেন সৌম্য, মোসাদ্দেকরা।
বৃষ্টির কারণে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় মাশরাফির দল। সৌম্যর ৪১ বলে ৬৬ রানের ঝড়ের পর মোসাদ্দেকের ২৪ বলে ৫২ রানের ইনিংসে শিরোপার ছোঁয়া পায় বাংলাদেশ।
বিশ্বকাপের ঠিক আগে এমন জয়ের পর বেশ আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড যাচ্ছে পুরো দল। ফাইনাল জয়ের এমন সুখস্মৃতি দিচ্ছে ভালো বার্তা।