বার্তা৭১ ডটকমঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের সামনে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটির বয়স আনুমানিক একদিন। রাতে একটি কুকুরকে তার মাথা ও হাড়সম্ববলিত দেহটিকে টেনে আনতে দেখেছেন তারা।
শনিবার রাত ১১টার এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢামেক নার্সিং ক্যান্টিনের সামনে থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতককে কে বা কারা ফেলে গেছে তা জানতে তদন্ত চলছে।