বার্তা৭১ ডটকমঃ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী আব্দুল হালিম বাবুল (৫৫) মস্তিস্কে রক্তক্ষরণে মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
নিহত বাবুলের ভাই সালাম বাহাদুর জানান, কয়েকদিন আগে বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা বলেন, তার মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে।
রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রেখে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। কয়েদি আসামিদের কক্ষে রেখে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তার নিরাপত্তার জন্য নিয়মিত পুলিশ ফোর্স থাকত। তাই তাকে সাধারণ সেবা দেয়া সম্ভব হয়নি। এমনকি পুলিশি নিরাপত্তার কারণে তাকে প্রাইভেট হাসপাতালেও ভর্তি করানো সম্ভব হয়নি। গত বুধবার তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সুচিকিৎসার অভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
বাহাদুর বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিলো না। পুলিশ প্রহরার কারণে তার সাধারণ জীবনযাপন ব্যাহত হয়েছে। এমনকি এই নিরাপত্তার কারণে তার উন্নত চিকিৎসাও করাতে পারিনি।