মুম্বাই, ১৫ মে: ‘পা’ চলচ্চিত্রে ষাটোর্ধ্ব অমিতাভ বচ্চনের ছোট্ট একটি বালকের চরিত্রে অপূর্ব অভিনয়ের কথা মনে আছে? সেই হৃদয়গ্রাহী সিনেমাটির অন্যতম এক শিশুশিল্পী ছিল তারুনি সাচদেব। হ্যাঁ, ‘পা’ সিনেমায় ছোট হয়েও বয়স্কদের মতো দেখতে অমিতাভকে স্কুলে প্রথম দেখে ভয় পাওয়া মেয়েটির কথাই বলছি। যে কিনা পরবর্তীতে বন্ধু বনে যায় অরুশরূপি অমিতাভের। সোমবার নেপালে সংঘটিত বিমান দুর্ঘটনা অকালে কেড়ে নিলো অমিতাভের মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা এই শিশুশিল্পীর জীবন।
১৪ বছর বয়স্ক তারুনি বলিউডের প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছিল। বিশেষ করে ২০০৪ সালে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা ভেলিনাকসাত্রম ও সত্যয়মের মতো হিট ছবিতে অভিনয় করে তারুনি শিশুশিল্পী হিসেবে সবার প্রশংসা কুড়ায়।
সোমবারের বিমান দুর্ঘটনায় তার মাও মারা গেছেন। দুর্ঘটনায় পড়া বিমানটিতে করে তারা লোফটি এলাকায় একটি মন্দিরে পূজা দিতে যাচ্ছিল।
এদিকে তারুনি ও তার মায়ের এই অকাল মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সোমবার নেপালের পোখরার কাছে জমসম বিমানবন্দরে অবতরণের সময় অগ্নি এয়ারের একটি বিমান দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়। সূত্র: জি নিউজ।