সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গবলার সকালে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশের উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “এর আগে মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর মর্যাদাভুক্ত করা হয়েছিল। আমি আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদাভুক্ত হলেন।”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমান আলী সহকারী শিক্ষকদের পদ মর্যাদা বৃদ্ধির দীর্ঘদিনের এই দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় উপস্থিত শিক্ষকরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “শিক্ষকের মর্যাদা যদি আমরা দিতে না পারি তাহলে অত্মমর্যাদাবোধসম্পন্ন শিক্ষার্থীও তৈরি হবে না। আর এই জাতি বেশি দূর এগোতেও পারবে না।”
“এখন থেকে আর কেউ আপনাদের অবহেলা করতে পারবে না”, শিক্ষকদের উদ্দেশে বলেন তিনি।