আঠাশে পা দিলেন সর্বকনিষ্ঠ ধনী । মার্ক জুকারবর্গ । তবে আঠাশেই এক হাজার সাতাশ কোটি ডলারের মালিক, নাকি ফেসবুকের হোতা কোন পরিচয়ে তিনি বেশি জনপ্রিয়, তা-ও কিন্তু কোটি ডলারের প্রশ্ন ।
সালটা ২০০৪ কলেজের তিন বন্ধু ডাস্টিন মস্কোভিৎজ, এডওয়ার্ড স্যাভেরিন ও ক্রিস হিউকে নিয়ে মার্ক তৈরি করে ফেলেন ফেসবুক । প্রথমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফেসবুক । ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, বস্টনের অন্য কলেজগুলোতে । একটা সময় জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায়, ১৩ পেরিয়েই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নাম লেখাতে শুরু করে ফেসবুক-জ্বরে আক্রান্ত অসংখ ছেলেমেয়ে । এই মূহূর্তে ফেসবুকের সদস্য সংখ্যাও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যেই এক সভায় বলেন, ফেসবুক আমেরিকার গর্ব । এই ঘটনার এক মাসের মধ্যেই হোয়াইট হাউসে নিমন্ত্রন পান মার্ক । সে দিন নৈশভোজে স্টিভ জোবসের অয়াশে জায়গা করে নিয়েছিলেন মার্ক । সম্ভবত একই সঙ্গে কম্পিউটার-ইন্টারনেটের দুনিয়াতেও মার্ক সে দিন জায়গা করে নিয়েছিলেন অ্যাপল-স্রষ্টার ঠিক পাশে ।