বার্তা৭১ ডটকমঃ পথরোধ করে ভিডিও বানানোর সময় পথচারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার টিকটকার ইয়াছিন আরাফাত অপু ও তার সহযোগী নাজমুল হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত শুনানি শেষে আবেদন নাকচ করে দেন।
অপুরপক্ষে আইনজীবী এ কে এম শফিকুল ইসলাম দীপু এবং নাজমুলের পক্ষে মো. ইসমাইল হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
গত ৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাই ও নাজমুল হাসানকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ২ আগস্ট উত্তরায় রাস্তা আটকে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এসময় পথচারী প্রকৌশলী মেহেদি হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় সোমবার হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রবিন।
মামলা দায়েরের পর অপুকে উত্তরা থেকেই আটক করে পুলিশ। টিকটকে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করে ‘অপু ভাই’। অনেকে অপু ভাই কিশোরদের বিপদগামী করছে বলে অভিযোগ করেছেন।