বার্তা৭১ ডটকমঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৩ জনে।
এছাড়া নতুন করে আরও ২ হাজার ৮৫১ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে ৮৪টি পরীক্ষাগারে কোভিড-১৯ এর পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭৬০ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।