বার্তা৭১ ডটকমঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর : ইউএনবি
প্রেসিডেন্ট বলেন, ‘আমি যতদূর জানি, আজ সকালে বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে একটি ভ্যাকসিন নিবন্ধন করা হলো।’
পুতিন বলেন, তার এক মেয়ে নিজের ওপর একটি রাশিয়ান তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষা করে এবং সে এখন সুস্থতা বোধ করছে।
তিনি বলেন, রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্থায়ী এবং টেকসই প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম।
‘আমি এটি খুব ভালো করেই জানি, কারণ আমার এক মেয়ে ভ্যাকসিন নিয়েছে। সুতরাং এই অর্থে সে পরীক্ষায় অংশ নিয়েছেন,’ যোগ করেন পুতিন।
তিনি বলেন, প্রথম ভ্যাকসিন নেয়ার পর তার মেয়ের ৩৮ডিগ্রি সেলসিয়াস জ্বর হয় এবং পরের দিন জ্বর ৩৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কিছুটা বেশি ছিল।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘দ্বিতীয় আঘাতের পর তার আবার কিছুটা জ্বর হয় এবং তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সে সুস্থতা বোধ করছে এবং তার অ্যান্টিবডির সংখ্যাও অনেক বেশি।’
ভ্যাকসিন নেয়ার পর ‘কিছু লোকের কোনো লক্ষণই দেখা যায় না,’ বলেন পুতিন।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে।