বার্তা৭১ডটকম (১৫ মে ২০১২) : শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষে স্বাধীনতাবিরোধী অপশক্তির পরিচালিত ধারাবাহিক ষড়যন্ত্রের মধ্যে পুনরায় ওয়ান-ইলেভেনের (১/১১) আলামত লক্ষ্য করা যাচ্ছে। ইলিয়াস আলীর ঘটনাসহ সাম্প্রতিক অন্যান্য ঘটনা প্রমাণ করে, বিগত ওয়ান-ইলেভেনের ক্রীড়নকরা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় লিপ্ত। গণতন্ত্র ও দেশবিরোধী এ ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি দেশবাসিকে সতর্ক থাকার আহবান জানান।
শিল্পমন্ত্রী আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন। কায়েমী স্বার্থবাদী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিংহ, আবু হামেদ সাহাবুদ্দিন, লুৎফর রহমান, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, অ্যাডভোকেট বীরেন সাহা, হারুন চৌধুরী, শ্রমিক নেতা এম. দেলোয়ার হোসেন, যুব নেতা ম. মোশাহিদ ও ছাত্র নেতা কনক বড়ুয়া বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে গুম ও হত্যার রাজনীতির সূচনা করে। সে সময় দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় চিহ্নিত অপশক্তি সম্প্রতি ইলিয়াস আলীর ঘটনাসহ অন্যান্য ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
এ অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে ভবিষ্যতে ইলিয়াস আলীর ঘটনার মত আরো ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি কায়েমী স্বার্থবাদী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
দিলীপ বড়ুয়া বলেন, অতীতে প্রবীণ আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার ও বরেণ্য অর্থনীতিবিদ কিবরিয়া হত্যাকান্ড ঘটলেও দেশে এ ধরণের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয় নি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, চিহ্নিত অপশক্তি অদৃশ্য তৃতীয় শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার কুট কৌশল অবলম্বন করছে। এ অপশক্তির লেজুরবৃত্তি করে প্রধান বিরোধী দল দেশে গণতান্ত্রিক ধারা নস্যাৎ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শিল্পমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশে আর কখনো ঘোলা পানিতে মাছ শিকারের অপরাজনীতি সফল হবে না। তিনি গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দাবি আদায়ের পরামর্শ দেন।