বার্তা৭১ ডটকমঃ পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল এবং ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোট পিছিয়ে নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনের মধ্যে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৬৮তম সভা শেষে রোবাবর বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, আপিল দায়ের ৪-৬ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ৭ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
সচিব আরো বলেন, এছাড়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ১৭ অক্টোবর ভোটগ্রহণ করার দিন ধার্য করেছে কমিশন। পরবর্তীতে নির্ধারিত সময়ে এ দুই আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের বিষযে সচিব বলেন, করোনার কারণে ঢাকা ১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরো ৯০ দিন পিছানো হয়েছে। এগুলোর নির্বাচন নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনের মধ্যে করার জন্য যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।
সচিব আরো জানান, করোনা পরিস্থিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।
এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সচিব।