কোম্পানীগঞ্জে মঙ্গলবার দুপুর ১২ টায় চর এলাহি ইউনিয়নের উপকূলীয় এলাকার বাসিন্দা ঢাকাইয়া বাড়ির কুলসুম আক্তার ডলিকে ঘর থেকে উচ্ছেদের জন্য পার্শবর্তি বাড়ির বাবু সহ কিছু সন্ত্রাসী বিবস্র করে মেরে কোম্পানীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
আহত ডলির সাথে আলাপ করে জানা যায়, অনেকদিন যাবত পার্শ্ববর্তি বাড়ির বাবু সহ অনেকে তাদেরকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা করে না পেরে শেষে নির্যাতন চালায়।
স্থানীয় মেম্বার সাহাবউদ্দিনের সহযোগীতায় এরা এসব অপকর্ম করে। আহত ডলির মা বলেন প্রায়ই এরা আমাদের উপর অত্যাচার করে কাউকে বলেও প্রতিকার পাইনা। আজ আমার মেয়েকে বিবস্ত্র করে মেরেছে আমি এর বিচার চাই।
এ নিয়ে আহতের মা বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।