বার্তা৭১ ডটকমঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে ১৯৭৫-এর ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। এরপর তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
গতকাল শুক্রবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আমিন উদ্দিন মানিক জানান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নিবৃন্দসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেড় শতাধিক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন।