বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত সালমান শাহ’র জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ছবির শিরোনাম “শেষ নায়ক” ।এটি পরিচালনা করছেন অনিকেতন আলম আর প্রযোজনায় রয়েছেন সোহানা নূর । বলা হয়ে থাকে, নায়ক সালমান শাহ’র মৃত্যুর পর বাওংলা চলচ্চিত্রের সোনালী সূর্যটা চিরদিনের জন্য ডুবে গেছে ।উদ্ঘাটিত হয়নি রহস্যঘেরা সালমানের মৃত্যু চলচ্চিত্রে আগমন, ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য, তার ছেলেবেলা, বেড়ে অঠা, দন্দব-সংঘাতে জসত্যিকারভাবেই তাই, তার মৃত্যুর পর ঢালিউডের প্রাণচাঞ্চল্য আর কোন নায়কই ফিরিয়ে আনতে পারেননি আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন । ক্যারিয়ারের খুব অল্প সময়েই হাতে গোনা ক’টি ছবিতে তিনি দর্শকদের সবটুকু ভালোবাসা জয় করে নিয়েছিলেন । হঠাৎ ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে তিনি অজানার দেশে পাড়ি জমান ।তার মৃত্যুকে ভক্তরা সহজভাবে মেনে নেয়নি, দু’একজন আত্মাহুতিও দিয়েছেন । যদিও তার মৃত্যু রহস্য আজোড়িয়েপড়া- সবই ছবিতে তুলে ধরা হবে । ছবিতে সালমান শাহ’র ভূমিকায় অভিনয় করছেন মডেল সুমিত । এতে আন্ডাওয়ার্ড ডনের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক আলমগীর আর সালমানের মায়ের ভূমিকায় থাকবেন আভিনেত্রী চম্পা । সালমান শাহ’র সঙ্গে দর্শকনন্দিত জুটি গড়ে উঠেছিল শাবনুরের । তার চরিত্রে অভিনয় করছেন আলিশা প্রধান । এছাড়াও সালমানের স্ত্রীর চরিত্রে রয়েছেন ঊর্মিলা । “শেষ নায়ক” ছবিতে সালমান শাহ’র নাম থাকছে শুভ এবং পরে সিনেমায় গিয়ে তার নতুন নাম রাখা হয় সামির খান এ বছরে চলচ্চিত্রটি মুক্তি পাবে জানিয়েছেন অনিকেত আলম ।ছবিতে সালমান শাহ’র মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহভাজনের প্রতীকীভাবে তুলে ধরা হবে । টিভি নাটক দিয়ে মিডিয়ার অভিষেক ঘটেছিল সালমানর । এর পর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ই তিনি ঝড় তুলেছিলন । প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও পরে সালমান-শাবনুর জুটি আকাশছোয়ঁ জনপ্রিয়তা পায় । ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যঘেরা মৃত্যু হয় । সেসময় তার মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করা হলেও আইনত তা আত্মাহত্যা বলে ধাপাচাপা দেয়া হয় । কিন্তু সালমানের মা নীলা চৌধুরী তা মেনে নেয়নি । আজও তিনি সন্তান হত্যার সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছেন ।
asha kori valo hobe.all thee best