তেজগাঁও থানার গাড়ি পোড়ানো মামলায় কাল নিম্ন আদালতে হাজির হবেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতারা। এ মামলায় নিম্ন আদালত যদি তাদের জামিন না দেয় তাহলে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল দেয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে জোট। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ও পরে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য থেকে এ ধরণের সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। ওই মামলার আসামি গয়েশ্বর চন্দ্র বলেন, “আমরা আদালতে যাব। সরকারের আচরণের ওপর নির্ভর করবে পরবর্তী কর্মসূচি।”
জানা গেছে শীর্ষ নেতাদের জামিন না দিলে হরতাল দীর্ঘায়িত হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার হরতাল শেষে আবার রবি ও সোমবার হরতাল দেয়া হতে পারে। এ ব্যাপারে দলের স্থায়ী কমিটি ও জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন।
একটি সুত্র জানায়, নেতাদের জামিন আবেদন খারিজ করে জেলে পাঠালে চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দিতে পারেন। অথবা স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও এ ঘোষণা দিতে পারেন।