বার্তা৭১ডটকম (১6 মে ২০১২) : প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ১১ বছর ৯ দিন পর আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সাড়ে তিন ঘণ্টা অবস্থান করবেন। সূচি অনুযায়ী সকাল এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত মন্ত্রণালয়ের কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে ২০০১ সালের ৭ মে শেখ হাসিনা আগের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়াও ২০০৫ সালের ১৩তম সার্ক সম্মেলনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে যান। পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য প্রধানমন্ত্রীর আগমনকে রুটিন পরিদর্শন হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাসুদ মাহমুদ খন্দকার বলেন, প্রধানমন্ত্রী রুটিন পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন। সকাল এগারোটায় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে এলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও সচিব মোহাম্মদ মিজারুল কায়েস তাকে অভ্যর্থনা জানাবেন। সম্মেলনকক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে অ্যানেক্স ভবনের পাঁচতলায়। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পররাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে। সেখানে মিনিট দশেক থাকার পর পৌনে একটার দিকে পাঁচতলারই একটি কক্ষে তার সম্মানে আয়োজন করা মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে কিছু সময় সেখানে অবস্থানের পর দেড়টার দিকে প্রধানমন্ত্রী মূল ভবনের নিচতলায় যাবেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে সই করবেন। এরপর সেখানে বাংলাদেশের কূটনীতির কিছু আলোকচিত্র দেখবেন।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সামনের বাগানে একটি ‘শিমুল’ গাছের চারা রোপন করবেন। বেলা পৌনে দু’টার পর প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়ের সামনে তৈরি করা অস্থায়ী প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।