বার্তা৭১ ডটকমঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির মামলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বারজজ আদালত। ফলে হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের জামিন বহাল রইল আপিল বিভাগের চেম্বারে।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বারজজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।
একইদিন নিক্সন চৌধুরীকে দেয়া হাইকোর্টের আগাম জামিন স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।