বার্তা৭১ ডট কম (১6 মে ২০১২) : ঢাকা, ১৬ মে: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতার জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে মহানগর দ্রুত বিচার আদালতের হাকিম মো. এরফান উল্লাহ। ইতোমধ্যে নেতাদেরকে প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
এ মামলায় নেতাদের জামিন পাওয়ার ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কী হতে পারে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বার্তা৭১ ডট কমকে বুধবার বিকাল সাড়ে পাঁচটায় জানান, “আমরা মুখ্য মহানগর হাকিমের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন বৃহস্পতিবার মামলার সার্টিফাইড কপি দেবেন।”
মাসুদ আহমেদ বলেন, “বৃহস্পতিবার সার্টিফাইড কপি পেলে আগামী রোববার উচ্চ আদালতে পুনরায় জামিন আবেদন করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই একই মামলায় যেহেতু একজন আসামি (ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন) জামিনে আছেন সেহেতু রোববার উচ্চ আদালত থেকে এই ৩৩ নেতার জামিন হয়ে যাবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বার্তা৭১ ডট কমকে বলেন, “জোট নেতারা সার্টিফাইড কপি সংগ্রহ করে জজ কোর্টে জামিনের জন্য আপিল করতে পারবেন। জজ কোর্ট যদি জামিন না দেয় তাহলে হাই কোর্টে যেতে পারবেন।”
তিনি বলেন, “তদবীর করলে একদিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার সার্টিফাইড কপি নেয়া সম্ভব।”
সে হিসেবে বৃহস্পতিবার সার্টিফাইড কপি পেয়ে রোববার উচ্চ আদালত থেকে জামিন পেলেও সোমবার পর্যন্ত জেলে থাকতে হবে জোটের এই ৩৩ নেতাকে।