ঢাকা, ১৬ মে: রাজধানীর মিরপুর-১০, কারওয়ান বাজার, পল্লবী ও শান্তিনগর টুইন টাওয়ারের সামনে, রাজারবাগ ও স্কয়ার হাসপাতালের সামনে বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর তিনটার পর থেকে এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে বিএনপিসহ ১৮ দলের ৩৩ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে জেলে পাঠানোর খবরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর-১০ নাম্বার পুলিশ বক্সের সামনে গুলিস্তান-সদরঘাটগামী একটি মিরপুর সিটিং সার্ভিস বাসে অগ্নিসংযোগ করে দুর্র্বত্তরা। কারওয়ান বাজার সুপার স্টার হোটেলের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এদিকে, প্রায় একই সময়ে শান্তিনগর টুইন টাওয়ারের সামনে জ্বালানি মন্ত্রণালয়ের একট স্টাফ বাসে (গাজীপুর জ ০৪০৩২২) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দুপুর দু’টার দিকে রাজারবাগ পুলিশ টেলিকমের সামনে একটি গাড়িতে অগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিনজন দলীয় কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি অফিস ঘিরে রেখেছে পুলিশ।