বার্তা৭১ ডটকমঃ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখল থেকে পুরান ঢাকার বাবু বাজার খেলার মাঠটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের মৌখিক নির্দেশনায় মাঠ ফিরিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে বাবু বাজার ব্রিজের নিচের খেলার মাঠ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার ওই মাঠটি খালি করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরেজমিনে মাঠটি খালি করে দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ অক্টোবর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আস্থভাজন হিসেবে পরিচিত ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নানের অন্যতম ক্যাডার শিকদার জাহাঙ্গীর ও পারভেজের নেতৃত্বে দলবল নিয়ে ভারী যন্ত্র দিয়ে মাঠের গ্রিল ভেঙ্গে ট্রাক স্ট্যান্ড বানিয়ে মাঠটি দখল করে নেয়। এইচটিএস বানানোর ধোঁয়া তুলে চক্রটি মাঠের এক পাশে কয়েকটি ময়লার কন্টেইনারও রেখে দেয়।
এইচটিএস (ময়লার সাময়িক ড্রাম্পিং স্টেশন) সম্পর্কে সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সেতুর নিচে এইচটিএস করার মত আরো খালি জায়গা রয়েছে। ওইখানে একটি এইচটিএস স্থাপন করা হবে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের আশির্বাদে হাজী মান্নান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে বেপরোয়া পরিবহন চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েন। তার ঘনিষ্ঠ সহযোগীদের দিয়ে সরকারি সম্পত্তি দখল করে ট্রাক স্ট্যান্ড বানিয়ে গাড়ি প্রতি ৮শত টাকা থেকে ১ হাজার টাকা উত্তোলন করছে। সেতুর নিচে একটি জায়গা সহযোগী পারভেজের নামে ‘ইজারা’ নিলেও অন্যান্য খালি জায়গায় দোকান ও স্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। এ কারণে সারা এলাকাটিতে যানজট লেগেই থাকে।