বার্তা৭১ ডটকমঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে পেনসিলভানিয়া ও মিশিগানে ভোটগণনা বন্ধে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছে স্থানীয় আদালত। বৃহস্পতিবার দুই আদালতে ভিন্ন ভিন্ন শুনানি শেষে এ রায় দেয়া হয়। এদিন ভোট গণনা বন্ধ রাখার দাবি জানিয়ে টুইট বার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গণনার সময় রিপাবলিকান পক্ষের পর্যবেক্ষককে থাকতে দেয়া হচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে ভোট গণনা স্থগিত রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারপতি পল এস ডায়মন্ড ট্রাম্প বলেন, গণনার সময় কতজন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন তা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়া উচিত। তবে ওই সংখ্যা ৬০ এর বেশি নয়।
এর আগে জর্জিয়ার আদালতেও রিপাবলিকানদের আবেদন খারিজ হয়ে যায়। মার্কিন নির্বাচন শেষ হওয়ার পর এখন চলছে প্রাথমিক ভোট গণনা। ইতিমধ্যে তবে ২৬৪টি ইলেকটোরাল ভোট নিয়ে ২৭০-এর ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলেছেন বাইডেন । এদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
এদিকে, অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও নেভাডার মতো রাজ্যের ফল এখনো আসেনি। তবে ফের প্রেসিডেন্ট পদে বসতে হলে এই সব রাজ্যেই জয়ী হতে হবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে। অন্যদিকে মাত্র একটি রাজ্য দখল করলেই হোয়াইট হাউসে পৌঁছে যাবেন বাইডেন। যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হার এখন অবশ্যম্ভাবী। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেই হার মানতে রাজি নন।