বার্তা৭১ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছে। শুক্রবার ( ৬ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সিমেন্টভর্তি একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল।মনকাশাইর নামক স্থানে সিমেন্টবোঝাই ট্রাকটি অটোকে ধাক্কা দিলে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানা পুলিশের এসআই আবদুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।