ঢাকা, ১৭ মে: নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে মিছিল বের করার সময় লাঠিচার্জ করে পুলিশ। সেখান থেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। একই সময়ে পুলিশের লাঠির আঘাতে রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারওয়ার, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, বেলাল আহমেদ বিএনপি কার্যালয়ের ভেতরে ছিলেন।
বিএনপিসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ইলিয়াস আলীর সন্ধানসহ বিভিন্ন দাবিতে হরতাল কর্মসূচি পালন করছে।
হরতালে বিএনপি নেতারা কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা চালালে লাঠিচার্জ করে পুলিশ। সেখান থেকে খোকনকে আটক করা হয়। ওই সময় আরো দুই বিএনপি কর্মিকেও আটক করা হয়।