বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রের চলমান নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির ফেডারেল নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে দায়িত্বরত এলেন ওয়েইনট্রাব এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
ওয়েইনট্রাব বলেন, দেশজুড়ে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তা এবং নির্বাচনী কর্মীরা কঠোর পরিশ্রম করছেন। নির্বাচন যেভাবে হয়েছে, তাতে খুবই নগণ্য অভিযোগ এসেছে। বাস্তবসম্মত ও অকাট্য প্রমাণ আছে এমন অভিযোগ খুবই কম। ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। অবৈধ ভোট নেয়া হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। মুখে কিছু বলে দিলেই তো হলো না।
তিনি আরো বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ, নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কীভাবে হয়েছে। তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার নির্বাচনী টিম এক বিবৃতিতে বলেছে, সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে। এটা কোনো একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন।
ট্রাম্প বার বার করে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের পর যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই ‘অবৈধ’। এক টুইট পোস্টে তিনি লিখেন, মঙ্গলবার রাত ৮টার পর অবৈধ ভোট পড়েছে যা নির্বাচনি যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।ট্রাম্পের অভিযোগের পর ফেডারেল নির্বাচন কমিশন এ তথ্য জানলো।