কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী ২০ মে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট, এতে খালেদা জিয়াও অংশ নেবেন।
দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “গণঅনশনের জন্য রাজধানীতে তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে। কোথাও না পেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হবে।”