বার্তা৭১ ডটকমঃ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা। পিটিয়ে পুলিশ হত্যা মামলায় এক চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ধরে সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। এতে ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অপেক্ষায় থাকতে হয়।
তবে বিক্ষোভের মধ্যে পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দারসহ আরো কয়েকজন কর্মকর্তা প্রশাসনিক ব্লকে অবরুদ্ধ থাকার মধ্যেই আউটডোরে রোগী দেখা শুরু করেন।
এর আগে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে মঙ্গলবার গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।