গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে ১৮ দলীয় জোটের আটক ২৩ নেতাকে। দুপুর ১টার পর ডিভিশন প্রাপ্ত নন এমন ১২ জন বিএনপি নেতাকে নিয়ে প্রথম প্রিজনভ্যানটি ঢাকা থেকে রওয়ানা দেয়।
বাকিদেরও নিয়ে যাওয়া হয় পরপরই। এদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ ও কর্নেল অব. অলি আহাম্মদও রয়েছেন। তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২’র জেলার সুভাস কুমার ঘোষ গণমাধ্যমকে তাদের এখানে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন। আসম হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রেজাউল হান্নান জানান, তার পিতাকে সেখানে নেয়ার পর তিনিও কাশিমপুর কারাগারে যাচ্ছেন। এদিকে বিএনপি সহ ১৮দলীয় জোটের শীর্ষ নেতাদের কাশিমপুরে স্থানান্তরের আগে সেখানকার ও রাস্তার নিরাপত্তা জোরদার করা হয়।