বার্তা৭১ ডটকমঃ রাজধানীর নয়া পল্টন এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় মাস্টারমাইন্ডসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, গত ১২ নভেম্বর রাজধানীর নয়া পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মাস্টারমাইন্ডসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।