এবার কোন বাংলাদেশী প্রবাসী নাগরিককে নয়। বরং বাংলাদেশীকে হত্যার দায়ে সৌদি আরব নিজ দেশেরই এক নাগরিকের শিরশ্ছেদ করেছে।
বৃহস্পতিবার সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়।
তিনি ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশী নাগরিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বাংলাদেশী নাগরিকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে চলতি বছরেই সৌদি সরকার ২৬ জনের শিরশ্ছেদ করে। আর আগের বছর হয়েছিল ৭৬টি। সৌদি আরবে বিচারের মাধ্যমে শাস্তি হিসেবে এরকম শিরশ্ছেদের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দার মুখে পড়েছে সরকার।
যদিও সৌদি শরীয়া আইনের বিকল্প ভাবছে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।