বার্তা৭১ ডটকমঃ ফ্রান্সে লক ডাউন থাকার কারনে ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে প্রয়াত ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনজির সেলিম এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আলোচনা সভা, মিলাদ-মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতূবূন্দ উপস্থিত ছিলেন। ঊপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম. নজরুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামীলীগের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন এবং তাদের মুল্যবান বক্তব্য রেখেছেন। মুল্যবান বক্তব্য রেখেছেন ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সভাপতি এবং সাবেক ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহম্মদ আবুল কাশেম।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জনাব বেনজীর আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে ফ্রান্সে ও ইউরোপে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জনাব সেলিমের অবাদান স্মরণ করেন এবং বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের এই ত্যাগী সংগঠকের রুহের মাগফেরাত কামনা করেন । এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম বেনজীর আহমেদ সেলিম একজন দক্ষ, ত্যাগী ,নিরলস এবং মেধাবী সংগঠক ও জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত জনাব সেলিমের মৃত্যুতে, ইউরোপ তথা বাংলাদেশ একজন দক্ষ ও ত্যাগী নেতা হারিয়েছে, যার ক্ষতি পুরন হবার নয়।
ইউরোপীয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ এবং বেলজিয়াম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন এই শোক সভায়
ইউরোপে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনে জনাব সেলিমের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য রাখেন।
সভায় সবাই প্রয়াত সেলিম ভাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকাহত পরিবার কে এই শোক সহ্য করে সামনে এগিয়ে যাবার জন্য প্রেরনা যুগিয়েছেন। ফ্রান্স আওয়ামীলীগের নেতূবূন্দ সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতূবূন্দের কাছে প্রয়াত বেনজির সেলিম ভাই এর জন্য ফ্রান্স ও বাংলাদেশ এ যেন একটি সড়ক এর নাম করন করা হয় তার প্রস্তাবনা তুলে ধরেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের পক্ষ থেকে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান তাদের এই প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশা ব্যাক্ত করেছেন। এই ব্যাপারে ফ্রান্স শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফ্রান্সে সেলিম ভাই এর নামে সড়ক এর নামকরন এর ব্যাপারে সাহায্য ও সহযোগিতা করার আশা ব্যাক্ত করেছেন।
সর্বোপরি উক্ত আলোচনা সভায় সবাই তার রাজনৈতিক বলিষ্ঠ নেতূত্বের ভূয়সী প্রসংশা করেন। উক্ত আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেছেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম এবং ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলয়ার হোসেন কয়েস উক্ত আলোচনা সভার সঞ্চালনের দায়িত্ব পালন করেছেন।