বার্তা৭১ ডটকমঃ দলের ২১তম জাতীয় সম্মেলনের প্রায় এক বছর পর ধর্ম বিষয়ক সম্পাদকের পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।গত বছরের ডিসেম্বরের দলের সম্মেলনের পর থেকে ওই পদটি ফাঁকা ছিল।
বুধবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন।
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সিরাজুল মোস্তফাকে ধর্মবিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব দেওয়ার পর জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।