সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদের একটি আদেশ ছড়িয়ে পড়েছে। যেখানে আসামি গ্রেপ্তার থেকে বেশকিছু আদেশ আছে।
তবে এটি স্রেফ গুজব। এর কোনো ভিত্তি নেই বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হেডকোয়ার্টার্স থেকে এআইজি মিডিয়া সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটা গুজব। আইজিপি মহোদয় এরকম কোনো আদেশ দেননি। এটি মিথ্যাচার। তদন্তপূর্বক এর ব্যবস্থা গ্রহণ করা হবে।’