ঢাকা, ১৯ মে: ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন হয়েছে। এতে পদ্মা সেতুর জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) তা অনুমোদন হয়।
পরিকল্পনা কমিশন ৫৪ হাজার ৩০০ কোটি টাকা এডিপির প্রস্তাব দিলেও চূড়ান্ত অনুমোদনে তা ৭০০ কোটি টাকা বেড়েছে।
পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, চাহিদা বেশি হওয়ায় আমাদের প্রস্তাবের চেয়ে বরাদ্দ বেড়েছে।
আগামী অর্থবছরের এডিপিতে মোট এক হাজার ৩৭টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।
এডিপিতে মোট বরাদ্দ ৫৫ হাজার কোটি টাকার মধ্যে স্থানীয় উৎস থেকে আসবে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা, বিদেশী সহায়তা ধরা হয়েছে ২১ হাজার ৫০০ কোটি টাকা।
আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের কথা রয়েছে।