ঢাকা, ২০ মে: বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সাবেক নির্বাহী পরিচালক কাজী ফারুক সংস্থাটির কার্যালয় দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল পৌনে নয়টার দিকে একদল লোক নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।
প্রশিকার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রোববার অফিস শুরুর আগেই কাজী ফারুক একদল লোক নিয়ে প্রশিকা কার্যালয় দখল করে নেন। আদালতের সুস্পষ্ট রায় থাকার পরও ফারুক অবৈধভাবে কার্যালয় দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রশিকা কার্যক্রম শুরু করে। কাজী ফারুক সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটিতে দ্বন্দ্বের শুরু। একপর্যায়ে তা আদালত পর্যন্ত গড়ায়। প্রশিকার পরিচালনা পর্ষদ নিয়ে কয়েক বছর ধরে মামলা চলছে। আদালত একপর্যায়ে কাজী ফারুককে প্রশিকা থেকে সরিয়ে দিয়ে মাহবুবুল করিমকে নির্বাহী প্রধান ঘোষণা করেন। এরপর থেকেই মাহবুবুল করিমের তত্ত্বাবধানে প্রশিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।