ঢাকা, ২০ মে: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল, ১৮ দলীয় জোটের নেতাদের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে জোটের আয়োজনে দিনব্যাপী গণঅনশনে যোগ দিতে মহানগর নাট্যমঞ্চে পৌঁছেছেন জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি সকাল পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে রওয়ানা করে নাট্যমঞ্চে পৌঁছেন পৌনে ১২টায়। তিনি পৌঁছার আগেই মহানগর নাট্যমঞ্চ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তুলেছে তারা।
খালেদা জিয়া মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী শ্লোগান আর হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানান। খালেদা জিয়া মঞ্চের চার দিকে ঘুরে হাত উঠিয়ে তাদের অভিনন্দন জানান।
তিনি সেখানে বিকাল ৫টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণঅনশনে অংশ নেবেন। বিকাল চারটার দিকে তার বক্তৃতা দেয়ার কথা রয়েছে।