বার্তা৭১ ডটকমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেফতার দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, রাতের আঁধারে যারা জাতির জনকের ভাস্কর্যকে অবমাননা করেছে তাদেরকে সিসিটিভির মাধ্যমে দেখা গেছে।
তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আমি চ্যালেঞ্জ করছি তোরা সামনে আয়, তোদের মোকাবিলার জন্য আমি আল নাহিয়ান খান জয়ই যথেষ্ট।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের পাকিস্তানী প্রেতাত্মা উল্লেখ করে এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননাকারীদের যেখানে পাবেন, তাদেরকে পুলিশে তুলে দেয়ার আগে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দিবেন।
উল্লেখ্য, কুষ্টিয়া শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।