বার্তা৭১ ডটকমঃ রাজাকার ও আল বদরদের তালিকা তৈরির বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের খসড়া অনুমোদন হয়েছে। আইনে রাজাকার ও আল বদরদের তালিকা তৈরির বিধান যুক্ত করাসহ আরও কিছু সংশোধনী যোগ করা হয়েছে। আইনে মুক্তিযোদ্ধোদের তালিকা তৈরির বিধান আছে।
তিনি বলেন, ‘যারা স্বাধীনতাবিরোধী ছিল, ইতিহাসে তাদের নাম থাকতে হবে। এজন্যই রাজাকারদের তালিকা তৈরির বিধান আইনে যুক্ত করা হয়েছে।’