হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলার বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। ডিএমপি’র মুখপাত্র ডিসি ডিবি মনিরুল ইসলাম একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আইনি বাধ্যবাধকতা থাকায় শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে। বিএনপি’র ডাকা হরতালের সময় সচিবালয়ের ভেতরে ও বাইরে শক্তিশালী দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। স্পর্শকাতর মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিকে। ডিএমপি’র মুখপাত্র জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পরিদর্শক তপন চন্দ্র সাহা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করেছেন। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা করছেন গোয়েন্দারা।
ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা এরই মধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। এ মামলায় পুলিশি রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত হাইকোর্ট তাদের জামিন দিয়েছেন। সেই হিসেবে চার্জশিট দাখিলের পর জামিন বাতিল হয়ে যাবে। ডিএমপি’র মুখপাত্র আরও জানান, ইতিমধ্যে তারা বিস্ফোরিত ককটেলের আলামত পরীক্ষা করেছেন। এতে বেশ উচ্চমাত্রার বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। এটা মানুষের ওপর পড়লে মানুষ মারা যেতে পারে। ককটেল বিস্ফোরণের এ মামলায় এজাহারভুক্ত ২৮ আসামির মধ্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে পুলিশ গ্রেপ্তার করে।