নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর পৌরসভার নির্বাচনে পাঁচ মনোনয়ন প্রত্যাশীকে একসাথে মনোনয়ন ফরম তুলে দিলেন শরীয়তপুর-১আসনের সাংসদ ইকবাল হোসেন অপু।
শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম তুলে দেন তিনি। শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন,রফিকুল কোতোয়াল (বর্তমান মেয়র),এম এম জাহাঙ্গীর মৃধা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,এ্যাডভোকেট আলমগীর মুন্সি জেলা আওয়ামী লীগের সদস্য , মোঃ বাচ্চু বেপারি পৌরসভার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, মোঃ পারভেজ রহমান জন।
পাঁচ মনোনয়ন প্রত্যাশীদের একসাথে মনোনয়ন ফরম তুলে দিয়ে শরীয়তপুর-১আসনের সাংসদ ইকবাল হোসেন অপু ডেইলি বাংলাদেশকে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ।
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে মনোনয়ন ফরম তোলা হয়েছে। শরীয়তপুর বাসি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসে বলেই এখানে কোনো ভেদাভেদ, বিশৃঙ্খলা নেই। সকলে এক হয়ে নৌকাকে বিজয়ী করতে বদ্ধ পরিকর। শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে পাঁচ মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে একসাথে মনোনয়ন ফরম তুলেছেন।
ইকবাল হোসেন অপু এ সময় আরো বলেন,যে দেশে বঙ্গবন্ধুর মতো নেতা জন্ম নিয়েছে সে দেশে জন্ম হওয়া ভাগ্যের বিষয় এটা আমাদের শরীয়তপুর বাসি মনেপ্রাণে ধারণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গতকাল পদ্মাসেতু সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে। এটা শরীয়তপুরবাসী তথা দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি সুখ ভাগ্যের বিষয়। যেমনি করে বঙ্গবন্ধু ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তেমনি করে শতবাধা-বিপত্তি চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের তথা দক্ষিণবঙ্গের মানুষের চেহারা পাল্টে যাচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে ১৩ ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত বিতরণ ও জমা চলবে।