সিলেটের কৈলাশটিলা ও হরিপুরে ২টি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে পেট্রোবাংলা। শনিবার পেট্রোবাংলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান হোসেন মনসুর।
তিনি জানান, তেলক্ষেত্র দুটিতে ১৩ কোটি ৭০ লাখ ব্যারেল তেল মজুদ আছে। এর মধ্যে ৫ কোটি ৩০ লাখ ব্যারেল তেল উত্তোলন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ তেলের বাজারমূল্য ৪২ থেকে ৪৫ হাজার কোটি টাকা বলেও জানান পেট্রোবাংলার চেয়ারম্যান।
প্রসঙ্গত, কৈলাসটিলা ও হরিপুরে ১৯০ বর্গ কিলোমিটার করে এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে এ দুটি ক্ষেত্র চিহ্নিত করার পর রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স গত বুধবার পেট্রোবাংলার কাছে প্রতিবেদন দেয়।