আজ সোমবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে সৃষ্ট প্রাকৃতিক সুন্দর আলোর বলয় দেখার দুর্লভ সুযোগ আজ বাংলাদেশের। তবে রাতের ঘুম ভাঙার আগেই গ্রহণ শুরু হবে বলে জানা গেছে। ফলে আকাশ মেঘমুক্ত থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাদে বাংলাদেশের অন্যান্য অংশে গ্রহণটি দেখা যাবে। আগামীকাল গ্রহণযুক্ত অবস্থায় সূর্যোদয় ঘটবে এবং তা চার থেকে আট মিনিট স্থায়ী হবে।
আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশ সময় রাত ২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া গ্রহণ বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৯ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মানসময় ভোর ৪টা ৯ মিনিটে শুরু হয়ে বাংলাদেশ মানসময় সকাল ৭টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মানসময় ভোর ৫টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৯৪৫ এবং এর স্থায়ীত্ব হবে ৫ মিনিট ৪২ সেকেন্ড।
সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে পৃথিবীবাসীর দৃষ্টিতে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। চাঁদ ও সূর্যের আকারগত পার্থক্য এবং উভয়ের মাঝে দূরত্বজনিত কারণে সূর্য কখনোই পুরোপুরি ঢাকা পড়ে না। ফলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণকালে চাঁদের চারপাশে আলোর উজ্জ্বল বলয় লক্ষ করা যায়।
জানা গেছে, উত্তর প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব দিকে আগামীকাল স্থানীয় মানসময় ভোর ৫টা ৪০ মিনিট ২০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণটি হয়েছিল প্রায় ২০ বছর আগে।