ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সাথে এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আসামীর বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন না মঞ্জুর করে আদালতে পাঠিয়েছে আদালত।
সোমবার মূখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন এবং এ আদেশ দেন।
সোমবার মির্জা ফখরুলসহ কোনো নেতাকেই কারাগার থেকে আদালতে আনা হয়নি। মির্জা ফখরুলসহ এ মামলায় ৪১ জন নেতাকর্মী কারাগারে আটক আছেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২১ মে পর্যন্ত তাকে জামিন দেন। সোমবার তার জামিনের মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানোর জন্য তিনি আদালতে যান। আদালত তার জামিন মেয়াদ না বাড়িয়ে জেলে পাঠায়।
গত ১১ মে ওই মামলায় ৪৫ নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় গোয়েন্দা পুলিশ। পরে চার্জশিট গ্রহণের শুনানির দিন সোমবার।
মামলার পলাতক অপর তিন আসামি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির মো. মকবুল আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইদী।
প্রসঙ্গত, গত ১৪ মে হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলের নেতাদের আগাম জামিন দিয়েছে।
১৬ মে জামিনের মেয়াদ শেষে আবারো আদালতে গেলে আবেদন না মঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।