জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আর্থিক ও কারিগরি সহায়তা পেতে নেদারল্যান্ডসের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম জানান, এই সমঝোতার আওতায় নেদারল্যান্ডস ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক পরিকলল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা দেবে। এতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ২১০০ সাল পর্যন্ত আর্থিক ও কারিগরি সহায়তা পাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বাংলাদেশের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। নেদারল্যান্ডসের পক্ষে ছিলেন আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী বেন নাপেন।
শামসুল আলম বলেন, “এই সমঝোতার পর আমাদের কী কী সহায়তা দরকার এখন তা নির্ধারণ করব আমরা। এরপর নেদারল্যান্ডস সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত চুক্তি হবে।”
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বিকালে সংবাদ সম্মেলন করে এই সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ডাচ মন্ত্রী নাপেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ডা. নাপেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশা প্রকাশ করেছেন।
সফরররত ডাচ মন্ত্রী বলেন, নদীর নাব্যতা বৃদ্ধি, ভূমি পুনর“দ্ধার, বাধ নির্মাণ এবং সবুজ বেস্টনি তৈরিসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে নেদারল্যান্ডস।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে বেন নাপেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বেড়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তার দেশ আশা করে।
উন্নয়নের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতার ওপর গুর“ত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, সামরিক শাসনের জন্য দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা বজায় না থাকায় বাংলাদেশের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বির“দ্ধে সরকারের দৃঢ় অব¯’ানের কথাও ডাচ মন্ত্রীর কাছে তুলে ধরেন শেখ হাসিনা।